মঙ্গলবার, জুলাই ১

সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে বিরত রাখতে এবং রাষ্ট্রের সুনাগরিক ও মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে রোভার স্কাউট অগ্রণী ভূামকা পালন করছে। তিনি বলেন, রোভার স্কাউট একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার মূল উদ্দেশ্যেই হলো সেবা।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা জেলার মাদরাসাসমূহে রোভার স্কাউট দল গঠন করার প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার উপস্থিত অধ্যক্ষগণের প্রতি তরুণ প্রজন্মের জীবনবোধ, দায়িত্ববোধ, লিডারশীপ ও ব্যক্তিমূল্যবোধ বাড়াতে প্রতিটি মাদরাসায় একটি করে রোভার স্কাউট ইউনিট গঠন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এর সম্পাদক ও পরিচালক (মাধ্যমিক) মাউশি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কামিল ( স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর (কলা অনুষদের) ডিন প্রফেসর এ এইচ এম এ সালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইআবির কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ইআবি রোভার স্কাউট কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আশফাক আকতার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো: রুমী কিসলু ও সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমানসহ ঢাকা জেলার ফাজিল কামিল মাদরাসার অধ্যক্ষ ও রোভার স্কাউট দলের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *