শনিবার, জুলাই ৫

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও চাচাতো ভাই মো. রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জেলা ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার রাশেদ কুড়িগ্রামের রৌমারী থানাধীন মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে আমাদের একটি দল গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *