
|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কৃতি সন্তান সাবেক সফল ছাত্রনেতা দিদার হোসেন সদ্য নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে বেলায়েত হোসেন বুলুকে আহবায়ক ও ইন্জিনিয়ার জমিরউদ্দীন নাহিদ সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
দিদার হোসেন তার প্রতি অর্পিত দায়িত্ব পালনে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১দফা বাস্তবায়নে সকলকে বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান ও জানান।