|| স্পোর্টস ডেস্ক ||
সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।
পরে প্রধান উপদেষ্টা সাফজয়ীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটেবিলে নাস্তা করেন। সেসময় তার সাথে নারী ফুটবলারদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে কথা হয়। পরে প্রধান উপদেষ্টা সব সমস্যার কথা লিখিত আকারে দিতে বলেন এবং ব্যক্তিগত চেষ্টায় তিনি সেগুলো পূরণ করবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী সাবিনা-ঋতুপর্ণারা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সংবর্ধনা শেষে যমুনার সামনে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি।
আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টাকে নারী ফুটবলাররা প্রত্যেকের স্বাক্ষর করা জার্সি এবং ফুটবল উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে ব্রেকফাস্ট করেছি।
ক্রীড়া উপদেষ্টা আরও জানান, স্যার (ড. ইউনূস) সাফজয়ীদের খুবই উৎসাহ জুগিয়েছেন। বলেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।