
|| অনলাইন ডেস্ক | আলোকিত দৈনিক ||
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচি অনুযায়ী, আজ থেকে আগামী এক সপ্তাহ দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং উত্তোলন করা হবে শোকের প্রতীক কালো পতাকা। এই সময়কালে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
শোকের এই দিনগুলোতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা রাখা হবে, যেখানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও স্বাক্ষরলিপি অর্পণ করতে পারবেন।
কর্মসূচি ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, এগুলো বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রাথমিক কর্মসূচি। পরবর্তীতে পরিস্থিতি ও সময় অনুযায়ী আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়ার বিষয়ে দলের পক্ষ থেকে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারের সদস্যবৃন্দ এবং মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আপসহীন এই নেত্রীর মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
