বৃহস্পতিবার, অক্টোবর ৯

সাতক্ষীরায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

|| আবির হোসেন | সাতক্ষীরা ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ কোটি বৃক্ষরোপণ সম্পন্ন করার জন্য দল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে সাতক্ষীরায় দিনব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম. ডি. আলমগীর কবিরের সার্বিক উদ্যোগে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

সাতক্ষীরায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম ধাপে উন্নতমানের দেড় শতাধিক আম গাছ রোপণ করা হয়েছে, যা আগামী এক বছরের মধ্যেই ফলন দেবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা জানান, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

তরুণ দলের নেতৃবৃন্দ বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। একইসাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সর্বদা জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *