
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়া দিঘলিয়া ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল বুধবার (২৩ জুলাই) দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত তিনজনই একই পরিবারের সদস্য।
ইউনিয়নের চাচিতারা গ্রামে ৫ আগস্ট এর পর থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন ১ম আসামি খোরশেদ আলম। তিনি দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
২য় আসামি খোরশেদ আলমের ছেলে জুয়েল দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি।
৩য় আসামি খোরশেদ আলমের ভাই মোকসেদ আলী।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম তার ছেলে, ভাই ও কয়েকজন ভাগিনা মিলে পুরো দিঘলিয়া গ্রামবাসীকে অতিষ্ট করে আসছিল অনেক ধরে। এমন কোন কাজ নাই যে তারা করে নাই। চাদাবাজি, জমি দখল, মানুষের উপর নির্যাতনের মতো গর্হিত কাজে তারা লিপ্ত।
আটকের পর আসামীদের থানায় হস্তান্তরসহ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।