শনিবার, জানুয়ারি ১০

সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চাই: ওসি ইমাম জাফর

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গাকে অপরাধমুক্ত ও নিরাপদ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর। তিনি বলেন, “পুলিশ একা নয়, সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চাই।”

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার চুরি, ছিনতাই, পূর্বের অমীমাংসিত হত্যাকাণ্ডসহ জনদুর্ভোগের নানা বাস্তব চিত্র তুলে ধরেন।

সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে ওসি ইমাম জাফর বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা কঠিন, কিন্তু সাংবাদিকরা যদি সঠিক তথ্য দিয়ে আমাদের পাশে থাকেন, তবে খুব অল্প সময়েই সলঙ্গাকে নিরাপদ জনপদে রূপান্তর করা সম্ভব।” তিনি আরও আশ্বাস দেন যে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হবে এবং যেকোনো অভিযোগের দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এসময় আরও বক্তব্য রাখেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন খন্দকার, সদস্য কারিকুল ইসলাম, আখতার হোসেন হিরন, আব্দুর রহিম, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সমন্বয় জোরদার হলে অপরাধীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরবে। সভা শেষে সাংবাদিকরা মাদক ও অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *