বৃহস্পতিবার, অক্টোবর ৯

সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দফতরের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা বলেন।

মহাসচিবের দফতরের উপ-মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।’

পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপ-মুখপাত্র।

তিনি জানান, সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সময় ও পরে সহিংসতার ঘটনায় পুলিশসহ অনেক ছাত্র-জনতা নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *