
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন পেয়েছেন বেলকুচি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। তাঁকে ঢাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করা হয়েছে।
বুধবার (১৮ জুন) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৩৪ তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এই কর্মকর্তা ২০২৩ সালের ১৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া বলেন, গত ১৮ জুন এক প্রজ্ঞাপনে আমাকে পদায়ন করা হয়েছে। আমার নতুন কর্মস্থলে যেনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।