রবিবার, জুলাই ৬

সলাত_কবিতা

সলাত মানে আবিদ-মা’বুদের মধুর মিলন,
পূর্ণতা পায় সিজদাতে।
সলাত মানে আবিদ-মা’বুদের দেখাদেখি,
প্রকাশ মিলে মনোযোগ আর অনুভূতিতে।

সলাত দেয় আত্মায় প্রশান্তি
হৃদয়ে দেয় আলো,
দূর করে কুটিলতা
শরীর ও মন উভয় থাকে ভাল।

সলাতে থাকে না মনোনিবেশ
রয় শয়তানের প্ররোচনা,
সলাতে আসে দুনিয়ার হিসাব
নষ্ট হয় আরাধনা।

স্বস্তির সলাতে মিলে
আবিদের মে’রাজ,
শুদ্ধ সলাতে গড়ে
নিরাপদ মানব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *