শুক্রবার, আগস্ট ২২

সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনার ইন্তেকাল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনা আজ সোমবার (১৭ মার্চ) ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নলকা নিবাসী রফিকুল ইসলাম মদিনা একজন বিশিষ্ট ইসলামী কণ্ঠশিল্পী ও নলকা ইডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মরহুমের জানাযা নামাজ আজ দুপুর ২টায় নলকা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাযায় ইমামতি করেন দলটির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, সলঙ্গার কৃতি সন্তান ডঃ আব্দুস সামাদ। এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাজাহান আলী। বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও থানার নেতৃবৃন্দ।

মরহুমের মৃত্যুতে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *