মঙ্গলবার, জুলাই ২৯

সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ গ্রামের মৃত আছের উদ্দিন তালুকদারের ছেলে আলহাজ্ব আবু বক্কার তালুকদার (৮০) আর নেই। গতকাল (৪ মে) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহে—–রাজিউন।

এমন প্রবীণ একজন সমাজসেবক ও গ্রামের সকল প্রতিষ্ঠানের উন্নয়নকারীর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (৫ মে) সকাল ১০টায় অলিদহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মরহুমের জানাজায় অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, আলেম-ওলামায়েকেরাম-সহ কয়েকশত মুসুল্লিগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *