
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া নুরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পরিবার সূত্রে জানা যায়, সলঙ্গার পুরানবেড়া গ্রামের বৃদ্ধ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসা করানোর জন্য তার দুই ছেলে জুয়েল এবং রাসেল অটোগাড়ীতে হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা উক্ত স্থানে পৌঁছালে বনপাড়াগামী একটি ট্রাকের ধাক্কায় বৃদ্ধ পিতা আব্দুল মান্নান (৭২) ও ছোট পুত্র জুয়েল রানা (৩০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা বড় পুত্র রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ পৌঁছার আগেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।