শনিবার, আগস্ট ২৩

সলঙ্গায় শস্য মালিকদের নিয়ে জামায়াতের সুধী সমাবেশ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে শস্য মালিকদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে। শস্য মালিকদের সচেতন করতে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়৷

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ রোডস্থ পাবনা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটিকুমরুল শাখার আমির মাওলানা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা মোঃ  রফিকুল ইসলাম খান৷

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ্ব মোঃ শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা আমির মোঃ রাশেদুর ইসলাম শহীদ, সলঙ্গা থানার সেক্রেটারি মাওলানা মোঃ রাকিবুল হাসান প্রমুখ৷

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা মোঃ  রফিকুল ইসলাম খান বলেন, ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে। ফসলের জাকাতকে ‘উশর’ বলে। উশর মানে হলো দশ শতাংশ (১০ %)। প্রাকৃতিক পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ হলো ‘উশর’ অর্থাৎ এক দশমাংশ। সেচের পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ ‘নিসফ উশর’ অর্থাৎ ৫% (পাঁচ শতাংশ)।

ফসলের জাকাত ‘উশর’ গরিবের পাওনা হক (অধিকার) ফরজ ইবাদত। ‘উশর’ ফসল তোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আদায় করতে হয়৷ কেউ যদি ফসলের যাকাত (উশর) আদায় না করে তাহলে সে ফরয অনাদায়ের গুনাহে গুনাহগার হবে।

সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় শস্য মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *