বৃহস্পতিবার, জানুয়ারি ৮

সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গার প্রাণকেন্দ্রে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ মোস্তফা জামান।

সিনিয়র শিক্ষিকা মাহমুদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা আলেয়া ও মাহফুজা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা জামান জানান, “বিগত প্রায় দুই যুগ ধরে আমরা শিক্ষার্থীদের শতভাগ কৃতিত্ব নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ফলে আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই উপজেলায় বিশেষ স্থান দখল করে নেয়।” তিনি আরও জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা, ব্যায়াম এবং ইসলামী বিধিবিধান পালনে উৎসাহিত করা হয়। এমনকি জীবন রক্ষাকারী দক্ষতা হিসেবে শিক্ষার্থীদের সাঁতার শেখানোর জন্য স্কুল ক্যাম্পাসে একটি মিনি সুইমিং পুলও স্থাপন করা হয়েছে।

এ বছর নতুন ক্যাম্পাস পরিদর্শন করতে আসা দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল বিশেষ লটারি। লটারিতে ১৪৮ নম্বর কুপনধারী পুরানবেড়া গ্রামের তাসলিমা খাতুন বিজয়ী হয়ে একটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন উপহার হিসেবে গ্রহণ করেন। প্রতি বছর পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জনে অভিভাবক ও স্থানীয় সুধীজন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *