বৃহস্পতিবার, জানুয়ারি ১

সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় নতুন বছরের প্রথম দিনে উপহার হিসেবে বিনামূল্যে পাঠ্যবই পেয়ে খুশিতে আত্মহারা সলঙ্গার প্রাণ কেন্দ্রে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্প্রতিবার (১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলসহ সদরের প্রায় প্রতিটি স্কুল মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা স্ব স্ব স্কুল এবং মাদ্রাসায় গিয়ে বই গ্রহণ করেছে। সলঙ্গায় একাধিক স্কুলে এমন চিত্র দেখা গেছে। বই বিতরণ উপলক্ষে প্রতিটি স্কুল মাদ্রাসা মাঠে দেখা গেছে শিশু কিশোর শিক্ষার্থীদের সেই চিরাচরিত ভির।

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক/অধ্যক্ষ মোস্তফা জামান জানান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে ৩দিনের শোক দিবস ঘোষণা করায় অন্যান্য বছরের ন্যায় এবার বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কোন অনুষ্ঠান করা হয়নি। প্রাতিষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিনামূল্যে বিতরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *