রবিবার, নভেম্বর ২

সলঙ্গায় টানা বৃষ্টি-দমকা হাওয়ায় আমন ধান ও আগাম সবজির ব্যাপক ক্ষতি

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

টানা তিনদিনের বৃষ্টি আর দমকা হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন ধান। আধা-পাকা এসব ধান মাটিতে নুয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন সলঙ্গা অঞ্চলের কৃষকরা। এছাড়াও আগাম আলু এবং রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কদিন বাদেই যে ফসল ঘরে উঠতো তা নিয়ে এখন চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় প্রায় সকল জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। এছাড়াও আগাম রোপনকৃত আলু এবং শাকসব্জির ক্ষতি হয়েছে।

ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে তাই ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। 

গতকাল শনিবার দুপুরে সলঙ্গা থানার কচিয়ার বিল, ফটিকার বিল, বেতুয়ার বিল এলাকা ঘুরে দেখা গেছে, আধাপাকা আমন ধানের শিষ মাটিতে নুয়ে পড়ে পানিতে ডুবে আছে। জমির ধান মাটিতে নুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে বৃষ্টিতে আগাম রোপনকৃত আলু এবং আগাম সবজি ক্ষেতে পানি জমেছে। এতে করে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকার কৃষক আব্দুল মালেক প্রায় দশ বিঘা জমিতে আমন চাষ করেছেন। সপ্তাহ দুয়েক পর ধান কাটার কথা ছিল। তিনি বলেন, কষ্ট করে ধান চাষ করে যখন কাটার সময় হলো, তখনি পাকা ধানে মই দিয়ে গেল বৃষ্টি। জমিতে পানি জমে শিষ ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আলুর ক্ষেতেও পানি জমে আছে। 

আবহাওয়া অফিস এবং কৃষি অফিস সুত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই আবহাওয়া এমন থাকতে পারে। তাই ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে। তবে ‘কৃষকদের পরামর্শ দিচ্ছি, যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *