মঙ্গলবার, নভেম্বর ৪

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||

অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”

সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে তুলে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলছে না—কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হলো তা জানায়নি। নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।”

ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে জানানো হবে।”

বগুড়ার রাজনৈতিক মহলে সাকিব খানের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘বক্তব্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ’, কেউবা বলছেন ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *