রবিবার, জুলাই ১৩

সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপিতে সন্ত্রাসী, দখলবাজ ও চাদাবাজদের কোনো স্থান নাই বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান। তিনি বলেন, যারাই দখলবাজি চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের হাতে সোপর্দ করা হবে। শনিবার (১২ জুলাই) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক নুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নজরুল ইসলাম ঝন্টু, ইমতিয়াজ আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক।

এছাড়া বিকেলে উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন বিএনপি-র ১,২ ও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম খাঁন আলীম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *