
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
অদ্য ১০ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি (মামলা নং ১/২/২৫) অনুযায়ী আজ তাঁকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ মো: রেজাউল করিম (রেজা) তাকে গ্রেফতারে বিষয় নিশ্চিত করেন ও জানান তাকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।