
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
সেলফীসহ অন্যান্য বাস মালিকপক্ষ, নিহত রিয়াদের পরিবারের সদস্যবৃন্দ, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসন জরুরী সভা করে নিম্নোক্ত সিদ্ধান্তে উপনীত হয়।
১. সেলফী বাস কর্তৃপক্ষ রিয়াদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে, সরকারিভাবে তিন লক্ষ টাকা দেওয়া হবে।
২. বাস যাতে দ্রুতগতিতে না চলে এই জন্য প্রত্যেক বাসে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলো লিখে স্টিকার লাগিয়ে দেয়া হবে।
৩. উথলীতে এলোপাথাড়ি বাস অবস্থান করবে না, প্রত্যেকটা কোম্পানির একাধিক বাস একসাথে উথলী মোড়ে অবস্থান করবে না।
৪. লাইসেন্সবিহীন ড্রাইভার গাড়ি পরিচালনা করবে না।
৫. মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি পরিচালনা করবে না।
৬. যাত্রীদের সাথে এবং ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করবে না।
৭. রুট পারমিটপ্রাপ্ত গাড়িগুলোই কেবল এই রোডে চলবে।
৮. সকল চালকদের জন্য উপজেলা প্রশাসন এবং থানা থেকে প্রশিক্ষণ আয়োজন করবে।
শিবালয় সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক বিকেলে পরিচালিত মোবাইল কোর্টে ১৪ টি মামলায় ১৪ টি যানবাহনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।