বৃহস্পতিবার, নভেম্বর ২১

সঙ্গীত ও নজরুল গবেষণায় বিশেষ সম্মাননা পেলেন ঢাবি শিক্ষক মেহেদী হাসান

নজরুল সঙ্গীত চর্চা ও নজরুল গবেষণায় অনবদ্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেহেদী হাসান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৮তম মহাপ্রয়াণ দিবস স্মরণে আয়োজিত পাঁচ দিনব্যাপী নজরুল উৎসবের দ্বিতীয় দিনে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বেইলীরোডস্থ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে “বিদ্রোহী The Nazrul Centre”।

জনাব মেহেদী হাসান ২০১৪ সাল থেকে নজরুল গবেষণায় রত রয়েছেন। তাঁর এ গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ফারসি ভাষাভাষি জনগোষ্ঠী, বিশেষ করে ইরানে পরিচিত করে তোলা।

ঢাবির এই নজরুল গবেষকের মতে, ‘কবি নজরুল যেহেতু হাফিজ, ওমর খৈয়ামসহ বিভিন্ন ফারসি কবির দ্বারা প্রভাবিত ও অনুপ্রাণিত ছিলেন, তাই কবিকে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তানসহ ফারসি ভাষী দেশসমূহে পরিচিত করতে হবে। এভাবে যার যে ভাষায় দক্ষতা রয়েছে, সে ভাষায় অনুবাদ ও গবেষণার মাধ্যমে আমাদের জাতীয় কবিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।’

তিনি ২০১৪ সালে “বাঙ্গালি কবি ও সাহিত্যিক কাজী নজরুল ইসলামের গানে আহলে বাইত (আ.)-এর প্রতি প্রেম” শিরোনামে ফারসি ভাষায় তাঁর প্রথম গবেষণাপ্রবন্ধ রচনা করেন, যা ইরানের মাশহাদ থেকে প্রকাশিত হয়। ২০১৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে “কাজী নজরুল ইসলামের ইসলামি গানে রাসুল (স.) প্রশস্তি” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে এম.ফিল ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই ছিল ফারসি ভাষায় লেখা প্রথম এম.ফিল গবেষণা। এরপর তিনি ২০১৮ সালে “কাজী নজরুল ইসলাম ও হাফিজ শিরাজির দৃষ্টিতে প্রেম”, ২০২০ সালে “ফারসি কবিদের অনুপ্রেরণায় কাজী নজরুল ইসলামের গানসমূহে মোহাম্মদ (স.)-এর নামের প্রশংসা”, ২০২২ সালে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আন্তঃসম্পর্কের উপর দৃষ্টিপাত” ও “রাসুল (স.)-এর প্রশংসায় রচিত কাজী নজরুল ইসলামের গানের বিষয়বস্তুসমূহ” শিরোনামে ফারসি ভাষায় গবেষণাপ্রবন্ধ রচনা করেছেন, যা ইরান ও বাংলাদেশের বিভিন্ন গবেষণাপত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া “বাংলা সাহিত্য ফারসি রসে ঋদ্ধকরণে কাজী নজরুল ইসলামের অবদান” শীর্ষক বাংলা ভাষায়ও একটি গবেষণাপ্রবন্ধ রচনা করেন, যা ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র থেকে ২০২১ সালে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, নজরুলের উপর এম.ফিল গবেষণা ছাড়াও জনাব মেহেদী হাসানের প্রকাশিত মোট গবেষণাপ্রবন্ধের সংখ্যা ১৬, যার মধ্যে কেবল নজরুল নিয়ে লেখা তাঁর প্রবন্ধ সংখ্যা ৬।

মেহেদী হাসান-কে সম্মাননা স্মারক প্রদান করেন সর্বজনাব মাসয়ুদ মান্নান এনডিসি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং সভাপতি, নজরুল একাডেমি; মুহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত সচিব এবং সাবেক নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট; মাসুদ আহমেদ, সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল; আতা উল্লাহ খান, চেয়ারম্যান, বিদ্রোহী The Nazrul Centre প্রমুখ। উৎসবের সহ-আয়োজক ছিল “কাঙ্ক্ষিত বাংলাদেশ” এবং “জাতীয় নারী সাহিত্য পরিষদ”।

সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের নাতে রাসুল পরিবেশন করেন জনাব মেহেদী হাসান এবং নজরুলের রচনার উপর ভিত্তি করে রচিত নাটক “পাবলিসিটি” পরিবেশন করে দেশ নাট্যদল, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *