
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
জুলাই সনদের ভিত্তিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকালে নগরীর পাওয়ার হাউজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেন, “জুলাই সনদের অনেক বিষয়ই সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে?”
তিনি আরও বলেন, “সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এটি জনগণের ন্যায্য দাবি।”
মুফতী আমানুল্লাহ তফসিল ঘোষণার আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, একজন নির্বাচন কমিশনার একটি দলের মতো করে বক্তব্য দিচ্ছেন, যা অগ্রহণযোগ্য।
মানববন্ধনে খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মোঃ রেজাউল করীম, মহানগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।