সোমবার, জুলাই ৭

সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন

সংগীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ ১১ বছর ধরে ক্যানসারে আক্রান্ত জুয়েল দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু দিন আগে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এই শিল্পীর।

২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। পরে ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তবে গত দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।

জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এই শিল্পীর দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘এক বিকেলে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *