
|| স্পোর্টস ডেস্ক ||
শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশ হতে হলেও টি-টোয়েন্টিতে সফল হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। দারুণ এই জয় দেশের ক্রিকেটকে এবং নতুন প্রজন্মকে জাগিয়ে তুলবে বলেই মনে করেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।
সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ৩ ম্যাচে ১১৪ রান করে হয়েছেন সিরিজসেরা। সেই পুরস্কার নিতে এসে এসব কথা বলেন লিটন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। ছেলেরা তাদের আসল খেলাটা দেখিয়েছে, বিশেষ করে (প্রথম) টি-টোয়েন্টিতে আমরা কতটা খারাপ খেলেছি তার পরে। আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো। আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন, এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও জাগিয়ে তুলবে। আমাদের বড় স্বপ্ন আছে এবং এটি আমাদের সাহায্য করবে।’
শেষ টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদিকে দলে নিয়েছে বাংলাদেশ। সেই যৌক্তিকতা নিয়ে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘আমার মনে হয়েছিল, এই মাঠটি মেহেদির জন্য ভালো হবে, তাই সে খেলেছে। এটা এমন না যে মেহেদী মিরাজ খারাপ খেলোয়াড় ছিল, কিন্তু পিচের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গতকাল ম্যাচে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন শেখ মেহেদি। অবধারিতভাবেই ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। পুরস্কার নিতে এসে দারুণ বোলিংয়ের রহস্য নিয়ে মেহেদি বলেন, ‘(কলম্বোতে) গত কয়েকটি ওয়ানডেতে আমরা দেখেছি বল ঘুরছিল, তাই আমি কেবল ভালো লাইন এবং লেন্থ পেতে চেষ্টা করছিলাম। নতুন বলও কিছুটা ঘুরছে, শুধু ভালো জায়গায় রাখতে চেয়েছিলাম।’