শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। আগের ম্যাচে কাছে গিয়েও পরাজয়ের ধাক্কা সামলে এবার অনায়াসে জিতল স্বাগতিক দল।
সিলেটে বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জেতে ৮ উইকেটে।
তিন ম্যাচের সিরিজে দুই দলের জয় এখন একটি করে। সিরিজ নির্ধারণী ম্যাচ একই মাঠে শনিবার দুপুরে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট সবুজ ঘাসে ভরা থাকলেও তা ছিল ব্যাটিং সহায়ক। কিন্তু শ্রীলঙ্কা ২০ ওভারে করতে পারে ১৬৫ রান। মাঝারি সেই রান তাড়ায় বাংলাদেশকে কোনো বেগ পেতে হয়নি। ম্যাচ শেষ ১১ বল বাকি থাকতেই।
ছক্কা হাঁকিয়ে একই সঙ্গে ফিফটি ও দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুসাল মেন্ডিস ৩৬, কামিন্দু মেন্ডিস ৩৭, সামারাউইক্রামা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথিউস ৩২, শানাকা ২০; শরিফুল ৪-১-২০-০, তাসকিন ৪-০-৩৮-১, শেখ মেহেদি ৪-০-৩৯-১, মুস্তাফিজ ৪-০-৪২-১, রিশাদ ৩-০-২১-০, সৌম্য ১-০-৫-১)।
বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৭০/২ (লিটন ৩৬, সৌম্য ২২, শান্ত ৫৩, হৃদয় ৩২; ম্যাথিউস ২.২-০-২২-০, মাদুশাঙ্কা ৪-০-৩৪-০, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৫-০, পাথিরানা ৩.৪-০-২৮-২, শানাকা ১.১—১৯-০)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।