সোমবার, জানুয়ারি ১২

শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, আত্মনির্ভরশীল বাংলাদেশ ও শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। রবিবার (১৬ নভেম্বর) জয়পুরহাট সদরের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই আলীয়া মাদরাসাগুলো জ্ঞান চর্চার মূল ভিত্তি হোক। বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইলমি আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং সমাজ সংস্কারে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপাধ্যক্ষ মাওলানা রেজাউল কাদির। উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার স্থানীয় রজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, আদীব এবং শিক্ষকসহ শিক্ষার্থীরা।

এছাড়াও ভাইস চ্যান্সেলর জয়পুরহাট সদরের কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসা, হাতিয়র কামিল মাদ্রাসা ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার চলমান ফাজিল স্নাতক (পাস) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্র পরিদর্শনকালে ফাজিল স্নাতক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশের অনেক সেক্টরে যোগ্য লোকের খুবই অভাব।

বিশেষ করে ইসলামী ব্যাংকিং ও শরীয়ায় পারদর্শী লোক পাওয়া যাচ্ছে না। তোমাদের ইসলামী ব্যাংকিং ও আধুনিক জ্ঞানে পারদর্শীতা অর্জনের মাধ্যমে যোগ্য হয়ে উঠতে হবে, তাহলে নিজের যোগ্যতা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে তোমাদের খুঁজে নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *