শনিবার, জানুয়ারি ২৪

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

|| স্পোর্টস ডেস্ক ||

বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেটের বোলারদের তোপে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। খুশদিল শাহের ১৯ বলে ৩০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে তারা। সিলেটের খালেদ আহমেদ মাত্র ১৫ রানে ৪টি উইকেট শিকার করেন, এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে সিলেটও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি রুদ্ধশ্বাস নাটকীয়তায় রূপ নেয়। অধিনায়ক মিরাজ ১৮ ও স্যাম বিলিংস ২৯ রান করে জয়ের পথ তৈরি করলেও শেষ দিকে মঈন আলীর বিদায়ে চাপ চরমে পৌঁছায়।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ফাহিম আশরাফের করা শেষ বলে জয়ের জন্য ৬ রানের প্রয়োজনে ছক্কা হাঁকিয়ে সিলেটকে রোমাঞ্চকর এক জয় উপহার দেন ক্রিস ওকস। এই পরাজয়ের মাধ্যমে এবারের বিপিএল আসর থেকে বিদায় নিল রংপুর রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *