শুক্রবার, ফেব্রুয়ারি ৭

“শূন্যের মাঝে আছি দাঁড়িয়ে”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||

আমি শূন্যের মাঝে আছি দাঁড়িয়ে,
হাত বাড়াবে কেউ কি মমতা দিয়ে?
আছি দাঁড়িয়ে সমুদ্র সৈকতে,
প্রকৃতির দাবানল কেবলই বিষাদে মাতে।

সূর্য দীঘল বক্ষটা মোর ফেটে চৌচির
তবুও স্বপ্নগুলো করে ভীড়।
ভীড় ঠেলে হই আগুয়ান,
কোথায় থেকে আসে যেন বান।

ভাসি নিঃশব্দে, উঠে দাঁড়াই দোয়েলের শীষে,
হঠাৎ স্বপ্নগুলোও আমাকে ফেলতে চায় পিষে।
আমি নাকি শূন্যের মাঝে দাঁড়িয়ে, শোনায় সমীপে
স্বপ্নগুলোও মাতে ঠাট্টা বিদ্রুপে।

আমি সুধাই তাদের —
কেন অবহেলার চাদরে জোড়াও মোরে?
দীন মনি ফুটবে যে প্রতি ভোরে।
মৃদু হেসে স্বপ্নগুলো দেখালো আমাকে মায়া
আমার মনো আঙিনায় দিলো ছায়া।

কলমের আঁচড়ে হতে চাই কবি,
মেধার প্রাপ্যতায় জ্বলে উঠবে কখন যে রবি?
ক্লান্ত অবসাদে গড়িয়ে পড়ি বিছানায়
আঁখি বুজে দেখি স্বপ্ন পাহাড় উড্ডীয়মান নিশানায়।

হামাগুড়ি দিয়ে আকাশের ঠিকানা খুঁজি,
মেধা শ্রম আত্মবিশ্বাসই মোর পুঁজি।
আকাশ সুধায় মোরে সিড়িটা বড়ো পিচ্ছিল
আঁকড়ে থাকো বাদুড় পাখি হয়ে
ছুটবে একদিন আলোর মিছিল।

ছুটলাম ভোরের আলোর সমীরণে, হস্ত দিলাম বাড়িয়ে
প্রতিধ্বনি হলো আমি এখনো নাকি
শূন্যের মাঝে দাঁড়িয়ে।

ফিরলাম জনপদে, নড়বড়ে ছাউনিটার নীচে
সাহিত্য কেতনে স্বপ্ন ফানুসে কেবলই প্রজাপতি নাচে।
পথপ্রান্তরে খুঁজি সাহিত্য জলসার শ্রোতা,
স্বপ্ন প্লাবনে ভাসাতে চাই নদী কিন্তু এখনো খোরস্রোতা।

এখনো শূন্যের মাঝে আছি দাঁড়িয়ে,
ধারাপাতের নামতা যাবো কি ছাড়িয়ে?
শূন্য পেড়িয়ে যোগ হবে কি সংখ্যা রাশি
কাব্য সৈনিক আমি সাহিত্যকে ভীষণ ভালোবাসি।

বিশ্ব প্রকৃতির কথা তুলে আনবো কলমের আঁচড়ে,
ছন্দের ডালা হাতে ছুটবো যে নিত্য ভোরে।
আমি নির্যাতিত মানুষের হবো কবি,
ছন্দে দেখাবো শিক্ষা সংস্কৃতির ছবি।
স্বপ্ন ফলাতে আমি অস্থির, সময় যায় ফুরিয়ে,
ভাবি হতাশায় শূন্যের মাঝে আমি এখনো দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *