
|| মুহাম্মদ আলকামা সিদ্দিকী ||
আমার যখন তাড়া থাকে
বোতামগুলো পায় না খুঁজে ঘাট
অবশেষে আয়না জুড়ে
ভেসে ওঠে অবাঞ্ছিত শার্ট।
আমার যখন ভীষণ তেষ্টা
জলের কলস খুঁজি,
শূন্যতাতে গেলাস ভরা
তখন আমি বুঝি-
আমার জগৎ ভুলে ভরা
কেবল কোলাহলে
মেতে আছি নেচে গেছি
শূন্য জল-স্থলে।
শূন্য সকাল শূন্য বিকাল
শূন্য চারিধারে
কেবল শূন্য খুঁজে ফিরি
শূন্য হাহাকারে।
লেখক : কবি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব।
