
বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই তালিকায় পিছিয়ে নেই অভিনয় শিল্পিরাও। বাংলা টিভি নাটকের মেধাবী অভিনেতা অত্যান্ত প্রিয় মানুষ রাশেদ সীমান্ত বন্যার্তদের পাশে দাঁড়াতে ছুটে গেছেন শুকনো খাবার সামগ্রী নিয়ে। আজ রবিবার (২৫ আগস্ট) তার অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা ছবিতে নৌকার মধ্যে খাদ্যসামগ্রী প্যাকেজিং করতে দেখা গেছে।
রাশেদ সীমান্ত-সহ কয়েকজন অভিনেতা ও তাদের সহযোগীরা দেশের এই করুণ মুহুর্তে কয়েকদিন হলো বন্যাদুর্গত এলাকায় অবস্থান করছেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করছেন।