
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও শেষরাত ও সকালের দিকে ঠান্ডার আমেজ এখনো কাটেনি। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর বুধবার (২৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি। ওই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ রাতের তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রাতের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সামগ্রিকভাবে আগামী পাঁচ দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট দেশের কোথাও কোথাও মাঝারি আকারে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
