
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসক হিসেবে যোগদান করলেন- সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাজমুল হক। এসময়ে নবাগত প্রশাসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওমর ফারুক তালুকদার, পরিষদের সকল সদস্য, কর্মচারী এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ সামনে এবং প্রশাসক কক্ষে নবাগত প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রশাসক কক্ষে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা করা হয়। এসময়ে সদর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলম তালুকদার মজনু, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক নুর আলম মুন্সী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইসহাক আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাজু, ইউনিয়ন পরিষদের সদস্য ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম , আব্দুস ছালাম সেখ, হযরত আলী, আরিফুল ইসলাম লিটন, আব্দুল মোনাফ খন্দকার, রেহানা খাতুন, তারা বানু, ফরিদা খাতুন, মাসুদ রানা, হিসাব সহকারী কাম-কম্পিউটার মোঃ এনামুল হক সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কর্মচারী এবং গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।