
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
গণঅভ্যুত্থানে-২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা “সবুজ পল্লবে স্মৃতি অম্লান”- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে- সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিরাজগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল, শিয়ালকোল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদল ও “আমরা বিএনপি’র পরিবার” এর উদ্যোগে- জুলাই- আগস্ট বিপ্লবের শহিদদের নামে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে রাস্তার পাশে এবং আইল্যান্ডের মাঝে এই বৃক্ষরোপণ করা হয়।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের (নলকা-বগুড়া আঞ্চলিক সড়ক) এপেক্স জুট হতে লাভলু-বাবলুর মিল পর্যন্ত সড়কের পাশে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এর পূর্বে এপেক্স জুট মিলের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বৃক্ষরোপণ করেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ। এসময় তিনি তার বক্তব্য বলেন, বৃক্ষ হলো মোদের পরম বন্ধু, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ফল, ফুল দেয়, কাঠ দেয়, তার ঔষধী গুণে মোরা বাঁচি। গাছ বাড়ির এবং রাস্তার ধারের শোভাবর্ধন করে।
আমি একজন বৃক্ষপ্রেমিক মানুষ। আমিও গাছ লাগাই পরিচর্যা করি, তাই আপনারা আজকের এই রোপনকৃত গাছগুলো পরিচর্যা করবেন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়ান করেন এবং বৃক্ষরোপণ অভিযান করে দেশবাসীকে গাছ লাগাতে উৎসাহিত করেন। বনায়ন করেন এবং বিদেশেও তিনি বৃক্ষরোপণ করে সারা পৃথিবীতে প্রশংসিত হন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম.নাজমুল ইসলাম, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদার মজনু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব টি.এম.শাহাদাৎ হোসেন ঠান্ডু। অনুষ্ঠানে পরিচালনা করেন, সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হোসাইন সবুজ।
এ সময় জুলাই বিপ্লবে পুলিশের টিয়ারশেলে আহত হয়ে নিহত শহিদ আব্দুর রশিদের পুত্র এবং জেলা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ন-আহবায়ক মোঃ হযরত আলী, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, সদস্য মোঃ রাশেদ হাসানুল খান রছি, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূর-ই-আলম মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ, শাহজামাল আকন্দসহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।