বৃহস্পতিবার, নভেম্বর ২০

শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নস্থ বেজপাড়া বাজারে এক সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে এলাকাবাসি।

বুধবার (১৯ নভেম্বর) বেজপাড়া বাজারের সারের ডিলার, মেসার্স মনির ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ মনির হোসেনের নিকট দুইজন সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

পরবর্তীতে দোকানের মালিক কোন পত্রিকার সাংবাদিক ও পরিচয় পত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করায় স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে শিবালয় থানা পুলিশকে খবর দেয়।

আটককৃতরা হলেন- আবু বকর সিদ্দিক (২২), পিতা: আবুল হোসেন, গ্রাম: বারাহিরচর, মানিকগঞ্জ সদর এবং শাহীন (৫০), পিতা: মৃত নুরুল হক, গ্রাম: জয়রা, মানিকগঞ্জ সদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *