
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকার পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক। শুক্রবার (২৯ আগস্ট) তিনি ব্যক্তিগত উদ্যোগে নদীভাঙন কবলিত এলাকা এবং ভাঙনের শিকার বাড়িঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে একটি সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. আবু বকর সিদ্দিক বলেন, “নদীভাঙন মানিকগঞ্জের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। সরকারকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং অসহায় মানুষের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।” তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।