
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু হোসেন (এক ছেলে ও এক মেয়ের জনক) এক বিবাহিতা নারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা আক্তারকে নিয়ে উধাও হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়ভাবে রাজু হোসেনের এই অনৈতিক আচরণ তীব্র নিন্দার জন্ম দিয়েছে, যা দুটি পরিবার ও তিনটি শিশুর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে।
সানজিদার স্বামী মো. শামিম হোসেন অভিযোগ করেন, তার অন্য জেলায় থাকার সুযোগে প্রায় তিন বছর ধরে রাজুর সঙ্গে সানজিদার পরকীয়া সম্পর্ক চলছিল।
সম্প্রতি সানজিদা স্বামীর অর্থ ও গহনা নিয়ে গিয়ে রাজুর সহযোগিতায় বাসা ভাড়া নেন। পরে শামিমকে তালাক পাঠিয়ে একমাত্র সন্তানকে নিয়ে রাজুর সঙ্গে পালিয়ে যান। শামিম এ ঘটনায় শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে, রাজুর প্রথম স্ত্রী আইরিন আক্তারও পরিবারের সঙ্গে দুর্ব্যবহার এবং অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগে জেলা শ্রমিকদলের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শামিমের অভিযোগ, রাজু হোসেন দলীয় প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
