মঙ্গলবার, নভেম্বর ৪

শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ( মানিকগঞ্জ )

শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কেওয়ারজানী হরুন নাহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রিতা বলেন, প্রত্যেক মা-বাবা’র দায়িত্ব, সকল ছেলে-মেয়ের পড়াশোনা তদারকি করতে হবে। এই স্কুল যেন সামনে আরও দেশের মধ্যে সুনাম অর্জন করতে পারে, সকল শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।

বিএনপির এই নেত্রী অভিবাবকদের উদ্দেশ্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আসছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন, আমি আপনাদের মাঝে যেন সব সময় পাশে থাকতে পারি।

অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *