রবিবার, আগস্ট ২৪

শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের একাডেমিক লিডার হিসেবে আখ্যায়িত করে উচ্চশিক্ষার সকল ধাপ সমাপ্তি শেষে শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে কর্ম উপযোগী হয়ে গড়ে উঠে, সে ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। তিনি বলেন, অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের সংযোগ বাড়ালেই একমাত্র উচ্চশিক্ষা অর্থবহ ও কর্মমূখী হবে। এছাড়াও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে বেসিক ডিজিটাল লিটারেসি, প্রয়োজনীয় সফট স্কিলস, ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা প্রদানের আহ্বান জানান তিনি। রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাকক্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গবেষণায় যে অর্থ দিয়েছেন এর কারণে আমাদের বিশ্ববিদালয়সমূহ নানান গুরুত্বপূর্ণ জাতীয় প্রয়োজনে অবদান রাখতে সক্ষম হচ্ছে। পাশাপাশি সকল গবেষণার রিপোর্ট যাতে প্রকাশিত হয় এবং উচ্চশিক্ষা যাতে মানহীন গতানুগতিক শিক্ষায় পরিণত না হয়, সে জন্য একটি কেন্দ্রীয় জার্নাল করা ও গবেষণালব্ধ পাবলিকেশন এর একটি দেশীয় ও অভ্যন্তরীণ একাডেমিক ইকোনোমিস্ট তৈরি করার বিষয় গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ইউজিসির সম্মানিত সদস্যসহ দেশের ৪৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগণ তাদের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *