
শহরের পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের উদ্দেশ্যে রংপুরের শিক্ষার্থীরা মিলে আগামী শুক্রবার (১৬ আগস্ট’২৪) তারিখে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছে। এই কর্মসূচির লক্ষ্য হলো রংপুর শহরের বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশকে আরও সবুজ এবং স্বাস্থ্যকর করে তোলা।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে চাইছে। তবে, উদ্যোগটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ এবং উপকরণের অভাবে আমাদের এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
আমরা সমাজের বিত্তবান ও উদারমনা ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা করেন বা গাছের চারা, যন্ত্রপাতি বা অন্যান্য উপকরণ দিয়ে সাহায্য করেন, তবে আমাদের লক্ষ্য সফল হতে পারে। আপনাদের দেয়া সাহায্য সরাসরি আমাদের শহরের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলবে, ইনশাআল্লাহ।
যারা এই মহৎ উদ্যোগে সহায়তা করতে আগ্রহী, তারা নিম্নোক্ত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:
নাম: হাফেজ মু. হাসান জামান
ফোন: 01737497443
ইমেইল: hafezhasan813@gmail.com
ঠিকানা: মধ্যে বাবুখাঁ, সদর, রংপুর।
অন্তিম কথা:
এই পৃথিবী আমাদের সকলের। আসুন আমরা একসাথে মিলে এটিকে আরও সুন্দর ও সবুজ করে তুলি। আপনার সহযোগিতা আমাদের জন্য অনেক বড় প্রেরণা হবে, ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে,
হাফেজ মু. হাসান জামান
আহব্বায়ক, শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি, রংপুর সদর, রংপুর।