
|| নিজস্ব প্রতিনিধি ||
শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের শাপলার বীর হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন এবং ৫ মে’কে শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিতে ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (৫ মে’২৫) বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যের সামনে এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে ‘স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ’।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, এমআইএস-এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম।
সমাবেশটির প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন ও প্লাটফর্ম। সংহতি জানানো সংগঠন ও প্লাটফর্মগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় কওমী স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ।