বুধবার, ডিসেম্বর ৩

শান্তির নগরী খ্যাত খুলনা কেন অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত!!

স্বাধীনতার পর আমাদের এলাকায় কোনো খুনের ইতিহাস পাওয়া যায় না। অথচ জুলাই-আগস্ট বিপ্লবের পর অপ্রত্যাশিতভাবে সে ইতিহাস ভেঙে বাড়ির পাশেই সম্প্রতি এক খুনের ঘটনা ঘটলো।
যা খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন পর্যায়ে পৌছেছে, তার জ্বলন্ত উদাহরণ।

এক সময়ের শান্তি ও শান্ত নগরী হিসেবে খ্যাত খুলনা আজ অশান্ত ও আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে। যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে।

হত্যাকাণ্ড-হামলা যেন খুলনার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

খবরে প্রকাশ, গত বছরের ৫ আগস্টের পর খুলনায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলি ও হামলার ঘটনা ঘটেছে শতাধিক। অনেক ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করলেও থামছে না অপরাধমূলক কর্মকাণ্ড। হামলা, খুন এবং সন্ত্রাস আতঙ্কে খুলনার রাজনৈতিক মহলেও চলছে অস্থিরতা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটছে নগরবাসীর।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর পদক্ষেপ জরুরী। তাদের মতে, শুরু থেকে শৈথিল্য দেখিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে সন্ত্রাস, খুন নিয়ন্ত্রণহীন হয়ে গেছে।

এ অবস্থায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *