রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
.
স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মুমিত আল রশীদ, আবাসিক শিক্ষক ড. মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী আবাসিক শিক্ষক জনাব মোঃ স্বপন মিয়া, সহকারী গ্রন্থাগারিক জনাব মোঃ সাহাবুল ইসলাম, উচ্চমান সহকারী জনাব মোঃ তৌহিদুল ইসলাম-সহ হলটির কর্মকর্তা-কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীবৃন্দ।