বৃহস্পতিবার, অক্টোবর ৯

শহীদ আবরার ফাহাদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ভারতীয় আধিপত্যবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শাহাদাতবরণ করা আবরার ফাহাদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান।

দোয়া মাহফিল শেষে মসজিদের সামনে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,  উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহীদ আবরার আমাদের পরিবর্তিত ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা। আমাদের বয়স বাড়লেও আবরারের চেতনা আমাদের মধ্যে রয়েছে। নতুন প্রজন্মকে আরও বেশি করে আবরারকে জানতে হবে, আলোচনা করতে হবে। আবরারের স্পিরিটকে ধারণ করেই আমাদেরকে ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হবে। আবরার হোক আমাদের চেতনা ও প্রেরণা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *