
|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||
চট্টগ্রামের লোহাগাড়ায় ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগ নেতাকে স্কুলের সভাপতি নির্বাচিত করায় ক্ষিপ্ত হয়ে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার সময় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পদুয়া স্কুল রোডের মাথায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া।
পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক আহমদ (বাবু)। বিগত আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন তিনি, অবিলম্বে সভাপতি এনামুল হককে অপসারণ করতে হবে, অন্যতায় স্কুলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা। বক্তব্য শেষে মহাসড়ক প্রদক্ষিণ করে স্কুল গেইট পর্যন্ত অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ জনতা।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ, লোহাগাড়া উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল মোহাম্মদ নয়ন, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সিকদার, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমানুল হক, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম, উপজেলা গণতান্ত্রিক সেচ্ছসেবক দলের সভাপতি শাহ আলম, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।