
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||
চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবর দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জায়গাটি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করে জবর দখলের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক অলক কান্তি দাশ বাধা প্রদান করে ব্যর্থ হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা বলছেন, আজকে স্কুলের জায়গা দখল হয়ে যাচ্ছে, যথাযথ ব্যবস্থা না নিলে একদিন স্কুলও দখল হয়ে যেতে পারে।
লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইবনে মাসুদ রানা এ বিষয়ে বলেন, আমরা নিরুপায়, বিষয়টি ইউএনও মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে, তিনিই ব্যবস্থা নিতে পারেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।