শনিবার, অক্টোবর ১১

লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী বাবুল করাগারে

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||

চট্টগ্রামের লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী জাহেদ হোসেন বাবুলসহ মারামারির মামলায় ৫ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

গত ২৮ জুলাই আসামিরা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামীরা উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেল্লা বর পাড়ার মৃত আবু বক্করের পুত্র জাহেদ হোসেন বাবুল (৪৫)। অপর আসামীরা হলেন একই এলাকার গৌড়স্থান চৌধুরী পাড়ার ফরিদ উদ্দিনের পুত্র ফারুক উদ্দিন (৩৬), মৃত ফোরক আহমদের পুত্র নুরুল হুদা (৪৫), মৃত আকবর আহমদের পুত্র মো. শাহ আলম (৫২), শাহ আলমের পুত্র মহিউদ্দিন (৩৫)।

উল্লেখ্য, জাহেদ হোসেন বাবুলের প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকার মসজিদের মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, এ বিষয়ে তৎকালীন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাসানের কাছে একটি অভিযোগ দায়ের করেন মসজিদ কমিটির সেক্রেটারী শফিউল আলম। তৎকালীন ইউএনও অভিযোগটি আমলে নিয়ে সমাজসেবা অফিসকে তদন্তের নির্দেশনা প্রদান করেন, তদন্তে আনিত অভিযুগে জেলা পরিষদ থেকে মসজিদের নামে দুটি বরাদ্দের সম্পূর্ণ টাকা আত্মসাতের সত্যতা পাওয়ায় জাহেদ হোসেন বাবুলকে অভিযুক্ত করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সফিউল আলম বলেন, জাহেদ হোসেন বাবুল একজন প্রতারক, মসজিদের টাকা আত্মসাৎকারী এটা কারও অজানা নয়, আত্মসাৎকৃত টাকা ফেরৎসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তিনি।

মসজিদ কমিটির সাবেক সভাপতি প্রবাসী নাজিমুদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি প্রবাসে থাকার সুযোগে মসজিদের টাকা নয়-ছয় করেছে বাবুল, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *