রবিবার, জুলাই ১৩

লোহাগাড়ায় বিষপানে যুবকের মৃত্যু

|| লোহাগাড়া প্রতিনিধি ||

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম(২৫) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আমির খাঁন চৌধুরী পাড়ায় আত্মহত্যার ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

নিহত ট্রাক চালক নাম মোঃ শহীদুল ইসলাম হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ার আবু তাহেরের পুত্র।

জানা গেছে, নিহত শহীদুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে বাড়ির পার্শ্বে একটি বাঁশ-ঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে ছটফট করছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই দিন দুপুর ২টার দিকে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল বলেন, তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি সকালে বাড়ির পার্শ্বে মাঠে ফু্টবল খেলছিল। শহীদুল ইসলাম প্রেম করে বিয়ে করেছে, সেটি তার পরিবার মেনে নিচ্ছিল না।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, যেহেতু লাশটি চমেক হাসপাতালে রয়েছে সেখানেই সুরতহাল করা হবে এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *