শনিবার, জুলাই ২৬

লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলার অভিযোগ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||

চট্টগ্রামের লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলা, ভাংচুর ও জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ উটেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলী এনায়েত পাড়ায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ এরশাদুল হক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী এরশাদুল হক বলেন, অনন্তকাল ধরে আমি এবং আমার পূর্বপুরুষগণ এই বসতভিটায় ভোগদখল করে আসছিলাম, সম্প্রতি গত কিছুদিন আগে আমাদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল ইউপি সদস্যসহ চেয়ারম্যানের উপস্থিতিতে সেটি মিমাংসা হয়ে যায়। সেই মতে আমরা যার যার দখলে স্থিত আছি এবং আমার সমূদয় জায়গায় বাউন্ডারি নির্মান করি। হঠাৎ আজকে লোকজন জড়ো করে অতর্কিত বাউন্ডারির গেইটে হামলা করে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং আমাদের উঠোন জোরপূর্বক দখলের চেষ্টা করে, বাধা দিলে আমার পরিবারের লোকজনকে মারধরের চেষ্টা করে, জরুরি সেবা ৯৯৯ ‘এ ডায়াল করে পুলিশের সহায়তায় কোন রকম প্রাণে রক্ষা পাই।

হামলার বিষয়ে জানতে অভিযুক্তের মোবাইলে বার বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *